Friday, November 21, 2025
HomeScrollটেলি আকাদেমি পুরস্কারে সেরা জুটির তালিকায় রইল কারা? রইল তালিকা
Tele Academy Award

টেলি আকাদেমি পুরস্কারে সেরা জুটির তালিকায় রইল কারা? রইল তালিকা

প্রিয় জুটি কথা-এভি, সেরা মেয়ে দিতিপ্রিয়া, মমতার থেকে পুরস্কার পেল কারা?

কলকাতা: বৃহস্পতিবারের সন্ধ্যায় একছাতার নীচে কার্যত গোটা টেলিপাড়া। ধনধান্য অডিটোরিয়ামে টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (Tele Academy Award) আসর বসেছিল। টেলি অ্যাকাডেমির মঞ্চে চাঁদের হাট বসেছিল। পশ্চিমবঙ্গ সরকার এবং টেলি অ্যাকাডেমি আয়োজিত এই অনুষ্ঠানের পথচলা শুরু হয়েছিল ২০১৪ সালে। দেখতে দেখতে কেটেছে ১১ বছর। অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত থেকে সেরা জুটির পুরস্কার নিয়েছে ১৪ জন! অনুষ্ঠানে সিনে টেকনিশিয়ানস-এর কল্যাণ তহবিলে রাজ্য সরকারের তরফে ৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হল। ফেডারেশনের (Film Federation) সভাপতি স্বরূপ বিশ্বাসের হাতে চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী। সেরা মেয়ে হলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), টেলি আকাদেমি পুরস্কারে সেরা জুটির তালিকায় রইল কারা? নজর রাখব খবরে…

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya) এবং জুন মালিয়া (June Malia)। প্রয়াত অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়কে ‘মরণোত্তর সম্মান’ দেওয়া হয়। সেই সম্মান গ্রহণ করলেন অভিনেত্রীর মেয়ে। জীবনকৃতি সম্মান দেওয়া হল লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়কে। মোট ৪১টি বিভাগে পুরস্কার দেওয়া হল। সেই তালিকায় ছিল প্রিয় জুটি থেকে নতুন মুখ, সেরা অভিনেতা, অভিনেত্রী, প্রিয় পরিবার-সহ আরও অনেক কিছু। সেরা জুটির পুরস্কার পেয়েছে তটিনী-পরশুরাম, স্বতন্ত্র-কমলিনী, ঝাঁপি-সৌরভ, লাজবন্তী-অনুভব, নিশা-উজি, এভি-কথা, নীল-লহরী। সেরা খলনায়িকার পুরস্কার পেয়েছেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় এবং কৌশাম্বী চক্রবর্তী। প্রিয় মেয়ের পুরস্কার পেয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। সেরা অভিনেতা হলেন, উদয় প্রতাপ সিং, রুবেল দাস, প্রতীক সেন। সেরা অভিনেত্রী হলেন, সোনামণি সাহা ঈশাণী চট্টোপাধ্যায়, তৃণা সাহা, দিব্য়াণী মণ্ডল, এবং তিয়াসা লেপচা। প্রিয় খলনায়িকা- সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। কৌশাম্বী চক্রবর্তী। সেরা নতুন মুখ- রাজনন্দিনী পাল, দিব্যাণী মণ্ডল, তনিষ্কা তিওয়ারি, পর্ণা চট্টোপাধ্যায়, মণীষা মণ্ডল।

আরও পড়ুন: ফের ওটিটিতে মাধুরী, রয়েছে চমক

নতুন প্রিয় চরিত্র, হিয়া মুখোপাধ্যায়। প্রিয় বউমার পেলেন, ঊষশী রায় , সোনামণি সাহা, এবং সুস্মিতা দে। প্রিয় ছেলে- নীল ভট্টাচার্য, সুস্মিত মুখোপাধ্যায় এবং রাহুল মজুমদার। প্রিয় মেয়ে- দিতিপ্রিয়া রায়। আজীবন অবদানের স্বীকৃতি- লীনা গঙ্গোপাধ্যায়। মরোণোত্তর বিশেষ কৃতি সম্মান- বাসন্তী চ্যাটার্জি। প্রিয় শিশুশিল্পী – আয়ুশ্ৰী মুখোপাধ্যায়, অভিনব বিশ্বাস , প্রেয়সী বোস। প্রিয় বাবা- ইন্দ্রজিৎ বোস। প্রিয় মা-ময়না বন্দ্যোপাধ্যায়, সোহিনী সান্যা) এবং সোনামণি সাহা। সেরা নন-ফিকশন – দিদি নম্বর ১। সেরা সঞ্চালক নন ফিকশন – রচনা বন্দ্য়োপাধ্য়ায় (দিদি নম্বর ১)। সেরা পরিচালক নন-ফিকশন – অভিজিৎ সেন (সা রে গা মা পা)। প্রিয় শ্বশুর – চন্দন সেন । প্রিয় শাশুড়ি – চন্দ্রেয়ী ঘোষ, মল্লিকা মজুমদার।

অন্য খবর দেখুন

Read More

Latest News